২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ অবলম্বনে মহেশ মাঞ্জরেকার নির্মাণ করেছেন ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রটি। এতে বলিউড তারকা সালমান খান এক দুঃসাহসী শিখ পুলিশ অফিসারের ভূমিকায় এবং এক কুখ্যাত গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন নবাগত আয়ুশ শর্মা।
গতকাল (২৭ নভেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম দিনে বক্স অফিসে চলচ্চিত্রটি আয় করেছে সাড়ে চার কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ৪৫ কোটি রুপি বাজেটের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রটি প্রসঙ্গে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক।
এছাড়াও আরেক বলিউড তারকা জন আব্রাহামের এক দিন আগে মুক্তি পাওয়া ‘সত্যমেভ জয়তে টু’ চলচ্চিত্রের প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে। জনের চলচ্চিত্রটি প্রথম দিন সাড়ে তিন কোটি রুপি দিয়ে শুরু করলেও দ্বিতীয় দিন এর আয় সোয়া দুই কোটি রুপি। দুই সুপারস্টারের এই লড়াইয়ে শেষ হাসিটা আপাতত সালমানেরই। ভারতীয় সংবাদমাধ্যম বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ’সত্যমেভ জয়তে টু’ চলচ্চিত্রের এই পড়ির পেছনে ’অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রের সরাসরি ভূমিকা আছে।
’অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ চলচ্চিত্রটি ভারতের প্রায় ৩২০০ প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষায় মুক্তি পেয়েছে। সালমান খানের চলচ্চিত্র হিসেবে মূলত পরিচিতি পেলেও এতে ভয়ংকর নির্মম গ্যাংস্টার রাহুলের চরিত্রে সালমানের সত্যিকারের বোনজামাই আয়ুশের শরীরী ভাষা ও অভিব্যক্তি আলাদাভাবে নজর কেড়েছে বলে মন্তব্য করছেন সমালোচকেরা। চলচ্চিত্রে আরও আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহিমা মাকওয়ানা।
‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’চলচ্চিত্রের শুটিংয়ের সময় নির্মাতা মহেশ মাঞ্জরেকারের অস্ত্রোপচার হয়। এর আগে তার ক্যান্সার ধরা পড়েছিলো।