কেমন আছেন মাধুকরীর স্রষ্টা বুদ্ধদেব গুহ?

বেশকিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। শুরুতে হোম কোয়ারান্টাইনেই ছিলেন, পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি নিতে হয়। এরমধ্যে তার মৃত্যুর গুজবও রটেছিল।

এখন কেমন আছেন বুদ্ধদেব গুহ? হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, চিকিৎসক জানিয়েছেন করোনাযুদ্ধে জয়ী হয়েছেন বুদ্ধদেব। তিনি এখন বেশ ভালো আছে এবং সারাদিন গান শুনে সময় কাটাচ্ছেন। তবে তিনি এখনো হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণেই আছে। খুব শিগগিরই তাকে ছেড়ে দেয়া হতে পারে। বুদ্ধদেব গুহর সুস্থতার খবরে খুশি সাংস্কৃতিক মহলের মানুষেরা।

বুদ্ধদেব গুহর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গলমহল’। এছাড়া অববাহিকা, কোজাগর, মাধুকরী, ঋজুদা ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। হলুদ বসন্তের জন্য ১৯৭৬ সালে আনন্দ পুরস্কার অর্জন করেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন