কেন পরিচালনায় বিরতি নিয়েছিলেন জোলি

২০১৭ সালে ‘ফার্স্ট ডে কিল মাই মাদার’ ছবিটি পরিচালনার পর তিনি বিরতি নেন। কিন্তু কেন ? সম্প্রতি সে কারণ জানালেন এঞ্জেলিনা জোলি।

শীঘ্রই আসছে জোলি অভিনীত ছবি ‘দোজ হু উইশ মি ডেড’। তার প্রচারণায় নেমে জোলি জানালেন, পরিচালনা রেখে হঠাৎ কেন অভিনয়ে ফিরলেন। এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেছেন, ‘পরিচালনা করতে আমি ভালোবাসি। কিন্তু পারিবারিক পরিস্থিতি বদলে যাওয়ায় সিনেমা পরিচালনা করে যাওয়া সম্ভব হচ্ছিল না। কয়েক বছর তাই কাজ থেকে বিরতি নিয়েছিলাম।’

হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে সংসার পেতেছিলেন এই মারদাঙ্গা অভিনেত্রী। সেই সংসার ভেঙে যায় অল্প দিনেই। ভক্তরা মনে করেন, তাদের দাম্পত্য জীবন ভালো না গেলেও প্রেমিক-প্রেমিকা হিসেবেই তারা সেরা সময় কাটিয়েছেন। এ জুটির অভিনীত ছবি গুলো ছিল তাদের সময়ের সেরা। সংসার ভাঙার পর জোলির নিজেকে সময় দেন, প্রয়োজন হয় সন্তানদের সাথে থাকার। জোলি বলেন, ‘সত্যি বলতে, আমার ছোটখাটো কাজ করে দ্রুত বাড়ি ফেরা দরকার ছিল। বাড়িতে কিছুটা বেশি সময় থাকা জরুরি ছিল। সে কারণেই আমি অভিনয়ে ফিরে ছিলাম।’

‘হান্নাহ’ নামে যে ছবি তিনি করছিলেন, সেটার প্রস্তুতিরও একটা ব্যাপার ছিল। তিনি বলেন, ‘পরিচালক আমাকে বারবার সতর্ক করে দিতেন। সিনেমায় হান্নাহ সন্তানদের সঙ্গে যেমন ব্যবহার করবে, আমি সে রকমটা পারছিলাম না’।

২০১৬ সালে বিচ্ছিন্ন ভেঙে যায় জোলি-পিটের সংসার। বিচ্ছেদের পর ছয় সন্তানের দায়িত্ব নেন জোলি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (সন্তানেরা) বেশিরভাগ সময় বাড়িতেই থেকেছে। তবে নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে যেত ব্র্যাড পিটের সঙ্গে।’
আসছে মে মাসের ১৪ তারিখে সিনেমা হলে ও এইচবিওতে মুক্তি পেতে যাচ্ছে জোলির পরবর্তী সিনেমা ‘দোজ হু উইশ মি ডেড’।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন