চলমান কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’র প্রদর্শনীতে অংশ নিয়েছেন মার্কিন অভিনেত্রী-মডেল শ্যারন স্টোন। প্রদর্শনীর দিন তিনি পড়েছেন আকাশী রঙের একটি ফুলেল গাউন। পুরো গাউনটি জুড়েই ছিল বাহারি রঙের ফুলের মেলবন্ধন।
অভিনেত্রী ১৪ জুলাই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে লাল গালিচায় হেঁটে যাচ্ছে শ্যারন। ৬৩ বছরের এই নায়িকাকে ভিড় করে আছেন আলোকচিত্রীরা। ছবির সঙ্গে শিরোনামে তিনি লেখেন, ‘এই নিয়েই তৈরি হয় স্বপ্ন।’
এর আগে শ্যারনকে ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও মেগানের বিয়েতেও একই ডিজাইনের পোশাক পরতে দেখা গেছে। তবে সেটি ছিল গোলাপি রঙের।