কাজী হায়াতের সিনেমায় এবার চুক্তিবদ্ধ হলেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা কাজী হায়াৎ। প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করছেন জনপ্রিয় পরিচালক কাজী হায়াৎ। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে গল্পটি।
১৬ জুলাই (শুক্রবার) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয় বাপ্পি ও মিতু। এই প্রসঙ্গে পরিচালক এনটিভিকে জানিয়েছেন, ‘আপাতত শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই। সরকার যখন স্বাভাবিক অবস্থা ঘোষণা করবে, তখন আমি শুটিংয়ে যাবো। তার আগে সব গুছিয়ে রাখার চেষ্টা থাকবে।’
২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে ‘জয় বাংলা’ ছবিটি। এছাড়া টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিটু সিকদার।
এর আগে বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু অপূর্ব রানার ‘যন্ত্রণা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। করোনা পরিস্থিতির কারণে সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি।