করোনায় বিদায় নিলেন চলচ্চিত্র সংসদ কর্মী লোদি

শফিউজ্জামান খান লোদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল বেলা ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। করোনা পজিটিভ হওয়ার পর তাকে প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে তাকে উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। গত চারদিন যাবত আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শফিউজ্জামান খান লোদীর উপস্থাপনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র প্রচার শুরু হয় ২০০০ সালে। প্রায় ১৮ বছর ধরে তিনি অনুষ্ঠানটি পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে প্রচারিত হয়েছে এর ৮১০ টি পর্ব। বিষয়ের বৈচিত্র্য এবং ভিন্ন ধরনের পরিকল্পনার কারণে অনুষ্ঠানটি দ্রুত দর্শকপ্রিয় হয়ে উঠে। প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনাও করেছেন শফিউজ্জামান খান লোদী। শামীম আলম দীপেনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতেন তিনি।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন