করনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সোফিয়ার

করন জোহরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনলেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সোফিয়া হায়াত।

এক সময়কার গায়িকা-অভিনেত্রী সোফিয়া হায়াতের অভিযোগ, ‘বিগ বস ওটিটি’ টিভি রিয়েলিটি শোতে প্রযোজক-পরিচালক করন জোহর হিংস্র মানসিকতা এবং স্বজনপোষনকে প্রশ্রয় দিচ্ছেন। এক্ষেত্রে করনকে ‘সালমান (খান)-এর চেয়েও খারাপ’ একজন মানুষ বলে উল্লেখ করেছেন সোফিয়া। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এই অনুষ্ঠানটি যদি ইংল্যান্ডে চলত, হিংস্রতা প্রচারের অভিযোগে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হত।”

‘বিগ বস ওটিটি’ রিয়েলিটি শোতে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির বোনকে অন্যান্য প্রতিযোগীর থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন করন জোহর – এমনটা মনে করছে অনেকেই। ধারণা করছে, শিল্পার সঙ্গে কর্ণের বন্ধুত্ব এই পক্ষপাতিত্বের কারণ।

করন পুরনো কায়দায় শোয়ের টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেন সোফিয়া। তিনি বলেন, “ভারত আধ্যাত্মিকতার দেশ। এখানে কাউকে কষ্ট না দেওয়াটাকে ধর্ম মনে করা হয়। করন ও ‘বিগ বস’ সেই ধর্মের বিপরীতে যাচ্ছে।”

সোফিয়া হায়াত ২০১৩ সালে ‘বিগ বস’ রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন। তবে ২০১৬ সালে বিনোদন দুনিয়া ছেড়ে সন্ন্যাসব্রত বেছে নেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন