‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজের সাফল্যের পর অভিনেত্রী সামান্থা আক্কিনেনি আবার নতুন এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন, এমন খবরই প্রচার হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সে খবর ভিত্তিহীন।
বলিউড হাঙ্গামার খবর, নতুন কোন ওয়েব সিরিজে আপাতত অভিনয় করেছেন না এ নায়িকা। বর্তমানে তিনি তার স্বামীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। সামান্থা এখন মিডিয়ার আশেপাশেও নেই। বাড়িতে স্বামী নাগ চৈতন্য ও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দময় মূহুর্তে উপভোগ করছেন। এমনকি ভবিষ্যতে অন্য কোন ওয়েব সিরিজ করার পরিকল্পনাও নেই তার।
সামান্থার হাতে রয়েছে দুটি তামিল ছবি। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’। অপরটি ‘শকুন্তলম’ যেখানে পৌরাণিক কাহিনি শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।
তবে ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ এর মতো চ্যালেঞ্জিং কোন চরিত্রে প্রস্তাব পেলে তখন তিনি অভিনয় করবেন ওয়েব সিরিজে।