এসেছে সুমনের নতুন গান

তিন বছর পর নতুন গান নিয়ে এসেছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল ‘বেজবাবা’ সাইদুস সালেহীন সুমন।
নিজের লেখা ও সুর করা ‘বয়স হলো আমার’

শিরোনামের এই গানে অসুস্থতার দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরেছেন বলে জানান সুমন। প্রসঙ্গত, কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ব্যাংকক হাসপাতাল থেকে ফেরার সময় দুর্ঘটনায় তার স্পাইনাল কর্ডেরও ক্ষতি হয়। সব আশঙ্কা কাটিয়ে অবশেষে চিকিৎসা নিয়ে আগস্টে দেশে ফিরেছেন। আর গানেও বলেছেন আশায় বেঁচে থাকার কথা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুমন বলেন, ‘‘এটি আমার ধীরে ধীরে বয়স বেড়ে যাবার গান, এটি আমার গত দু-বছরের প্রায় পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকার গান, এটি আমার অন্ধকারে ডুবে যাবার গান, এটি আমার রাতের পর রাত প্রচণ্ড ব্যথায় চিৎকার করার গান, পরিশেষে… এটি আমার সব বাধা অতিক্রম করে আলোয় ফিরে আসার গান। হঠাৎ দেখি, এ জীবনটা নতুন গানে, মুচকি হাসে… মুচকি হাসে।’

শারীরিক অবস্থা বিবেচনা করে আপাতত হালকা ধাঁচের গান দিয়েই ফিরেছেন সুমন। গানের কো–প্রোডিউসার অর্থহীনের সদস্য মোহান। সুমন বলেন, “এ গানে কোনো বেস সলো নেই, কোনো ভয়ংকর লিড নেই, ড্রামসের কোনো ক্যারিকেচার নেই। আমাদের মোহানের বাজানো অ্যাকুস্টিক গিটারের ওপর খুব সাদামাটাভাবে আমার গাওয়া এই গান। ভক্তদের কথা ভেবে আমরা বান্দরবান গিয়ে গানটির মিউজিক ভিডিওর শুটিং করেছি।“

গতকাল ২৩ সেপ্টেম্বর বেজবাবা অর্থহীন ইউটিউব চ্যানেল এবং অর্থহীনের ফেসবুক পেইজে গানটি মুক্তি দেওয়া হয়েছে।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুমন বলেন, “দীর্ঘদিন আমি অসুস্থ কিন্তু তারা আমাকে ভুলে যায় নাই। বিভিন্ন সময় আমি হাল ছেড়েছি, কিন্তু তারা হাল ছাড়েননি। দিনের পর দিন আমার জন্য অপেক্ষা করেছে। তিন বছর পর গানে ফিরলাম। সেই গান নিয়ে তাঁদের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। তাঁদের ধন্যবাদ ও ভালোবাসা দেওয়া ছাড়া কিছু বলার নাই।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন