এবার কোথায় হবে অস্কার আয়োজন?

আর মাত্র কয়েকটা দিন। ২৫শে এপ্রিল রবিবার, এদিন বসবে চলচ্চিত্র দুনিয়ার চাঁদের হাঁট। অস্কারজয়ী মার্কিন পরিচালক স্টিভেন সোডারবার্গ অস্কারের এই আয়োজন সম্পর্কে বলেছিলেন, ‘মজার ব্যাপার হলো, অস্কার অনুষ্ঠানকে আমার মনে হয় আস্ত একটা সিনেমা। একটা সিনেমা শেষে আপনার যেমন অনুভূতি হয়, অস্কার অনুষ্ঠান দেখেও তা-ই’। এই পরিচালক এবার স্ট্যাসি শের আর জিস কলিন্সের সঙ্গে অস্কার অনুষ্ঠান প্রযোজনা করছেন।

প্রতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে হয় অস্কারের মূল আয়োজন। এবার ডলবি থিয়েটারের সঙ্গে যুক্ত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনও। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে থেকে যারা মহামারির কারণে অস্কারে অংশ নিতে পারবেন না, তাদের অংশগ্রহণের জন্য অস্কার সুযোগ তৈরি করে দিয়েছে।

যুক্তরাজ্যের লন্ডন আর ফ্র্যান্সের প্যারিসেও এবার বসেছে অস্কার আসর। সেখান থেকে অংশ নেওয়া যাবে অস্কারে। তবে আয়োজকেরা মনোনয়নপ্রাপ্তদের যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠানে অংশ নেওয়াকেই অনুপ্রাণিত করেছেন।

২০১৯ ও ২০২০ সালের মতো এবারও অস্কার আয়োজনে তথাকথিত উপস্থাপক বলে কেউ থাকছে না।
সূত্র: প্রথম আলো

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন