এবার ওপার বাংলার বড় পর্দায় রাফিয়াথ রশিদ মিথিলা। জনপ্রিয় নির্মাতা রাজর্ষি দে এরই মাঝে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ সিনেমার শুটিং শেষ করেছেন। টলিউডের গুঞ্জন, রাজর্ষি দে’র আগামী ছবি শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ সিনেমায় অভিনয় করবেন মিথিলা।
মিথিলা যে চরিত্রে (লেডি ম্যাকবেথ) অভিনয় করবেন সেই চরিত্রে আগে অভিনয় করার কথা ছিল অর্পিতা চট্টোপাধ্যায়ের। তবে কোনো এক কারণবশত তিনি সময় দিতে পারছেন না।
পরিচালক রাজর্ষি মানেই তারকাদের মেলা। জানা গেছে, ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ও ‘ম্যাকবেথ’ সিনেমাতেও অনেক তারকা থাকবেন।
তবে খবরটি গুজব বলে উড়িয়ে দিলেন রাজর্ষি দে। তিনি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘পুরোটাই গুজব। আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবি মুক্তির কথা ছিল। অতিমারি, লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। সেই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না।’ তবে নির্মাতা মিথিলাকে নিয়ে কোনো কথা বলেননি।