এবার ইনস্টাগ্রামও বেহাত হতে পারে কঙ্গনার!

বিধানসভার নির্বাচনের বিষয়কে কেন্দ্র করে নিজের মতামত প্রকাশ করে একাধিক টুইট করেছিলেন অভিনেত্রী কঙ্গনা। তবে তার প্রত্যেকটি করা টুইট উস্কানিমূলক হওয়ায় টুইটার কর্তৃপক্ষ স্থায়ীভাবে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। তারপর কঙ্গনার ভরসা হয়ে দাঁড়ায় ইনস্টাগ্রাম। কিন্তু তাও টিকল না, টুইটারের পর এবার ইনস্টাগ্রাম থেকেও বিতাড়িত হওয়ার আশঙ্কা করছেন এই আলোচিত সমালোচিত বলিউড অভিনেত্রী।

অভিনেত্রী কঙ্গনা ৮ মে তার করোনা পজিটিভ হওয়ার তথ্য ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তথ্যটি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশি বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’

এছাড়াও অভিনেত্রী আরো জানান, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসকে ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে আপনাদের।’

৯ মে অভিনেত্রী কঙ্গনা নতুন আরেকটি স্টোরি শেয়ার করে জানালেন, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কারণে আগের পোস্টটি তিনি সরিয়ে নিয়েছেন। তার দাবি, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনায় সন্ত্রাসবাদী ও কমিউনিস্টরা রয়েছে জানি। এবার জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে।’ অভিনেত্রীর মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন সেই কারণেই তার করা পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। তার আশঙ্কা ইনস্টাগ্রাম থেকেও খুব শিগগিরই তাকে ছেঁটে ফেলা হবে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন