‘এখনো জীবিত আছি’

অসুস্থ হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অর্থহীন ব্যান্ডের বেজবাবা সুমন। তাঁর শারীরিক অবস্থা এতোটা ভালো নয়,সেখান থেকেই বর্তমানে একটি হাসপাতালে তিন দিন পর পর থেরাপি নিতে হচ্ছে। এরই মধ্যে গুজব রটেছিল তিনি মারা গেছেন। বিষয়টি তাঁর নজরেও পড়েছে।তাই গুজব রটনাকারীদের উদ্দেশ্য তিনি বলেন,’আমি এখনো জীবিত আছি। ‘

গত মাসের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুমন। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে এই গায়ককে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। তার স্পাইনাল কর্ডজনিত সমস্যা। আবারও তার সার্জারির প্রয়োজন।

তবে ইতিমধ্যেই গুজব রটেছিল যে তিনি মারা গেছেন। আর এ বিষয়ে তিনি তার ফেসবুকে লেখেন, ‘যারা বলে বেড়াচ্ছে “আমি মৃত্যুর দিন গুনছি” তাদের কথা কেউ সিরিয়াসলি নেবেন না। একটু আগেও আমি শারীরিক চেকাপ করিয়েছি। এখনো আমি যথেষ্ট পরিমাণ “জীবিত” আছি।

 

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন