স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার প্রায় এক মাস পর ‘সুপার ডান্সার ৪’ টিভি শোতে ফিরলেন শিল্পা শেট্টি।
‘সুপার ড্যান্সার ৪’ শো-এর প্রথম থেকেই বিচারক হিসেবে কাজ করে আসছিলেন শিল্পা শেট্টি। তবে গত মাসে পর্নোগ্রাফিক ভিডিও বানানোর অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হলে এই শো থেকে বিরতি নেন তিনি। সম্প্রতি ‘সুপার ড্যান্সার ৪’ শো-এর সেটে শিল্পার উপস্থিতির কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম গুলোয় ছড়িয়ে পড়ে। এরপর শো-এর অফিশিয়াল ফার্স্ট লুকেও দেখা যায় শিল্পাকে।
ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে চিরাচরিত উত্ফুল্ল ভঙ্গিতেই আছেন শিল্পা। প্রতিযোগীদের উত্সাহ দিচ্ছেন আর তাঁদের প্রশংসা করে যাচ্ছেন তিনি। শিল্পার শো-এ ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোয় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
গত ১৯ জুলাই পর্নোগ্রাফিক ভিডিও বানানো এবং কলাকুশলীদের এতে বাধ্য করার দায়ে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। তিনি আপাতত পুলিশি হেফাজতে আছেন। এ মাসের শুরুতে এক বিবৃতিতে শিল্পা তাঁর পরিবারকে হেনস্থা করা এবং গুজব ছড়ানোর অভিযোগে সংবাদ মাধ্যমগুলোর দিকে আঙুল তোলেন। একজন মা হিসেবে তাঁর পরিবার ও তাঁর দুই সন্তানদের জন্য তাঁদের ব্যক্তিগত পরিসরকে যথাযথ সম্মান দিতে অনুরোধ করেন তিনি।