এই দিঘী কি সেই ‘দিঘী’

৯ই মার্চ, মঙ্গলবার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী শিশু শিল্পী দিঘী, সেই ছোট্ট দিঘী এখন আর ছোট্টোটি নেই। শৈশব পার করে এসেছেন অনেক আগেই তাই শিশু শিল্পীর তকমাটি এখন তার সাথে বেমানান। দুদিন আগে ‘তুমি আছো তুমি নেই’ মুভিটির ট্রেইলার প্রকাশ হয়েছে। ট্রেইলার দেখার পর নেটিজনদের প্রশংসা কুড়িয়ে নেওয়া হয়তো হলো না দিঘীর। ছোট্ট দিঘী আর এই দিঘীর মধ্যে এ যেনো আকাশ পাতাল ভেদাভেদ। “আচ্ছা বাবা জানো” এই মিষ্টি কন্ঠের ডাকে যেনো সবাই পাগল হয়েছিল। এরপর একে একে ব্যবসা সফল অনেক ছবি ও করেছেন। জিতে নিয়েছিলেন “জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ” মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত থেকেও পেয়েছেন পুরষ্কার। ঢালিউডের শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীদের সাথেও করেছেন অসংখ্য কাজ। নেটিজনদের সবার ধারণা ছিলো দিঘী অনেক ভালো কাজ করবেন। কিন্তু “তুমি আছো তুমি নেই ” কাজ দেখে সবাই যেনো আশাহত হয়ে পরেছেন। তবে এখনও অনেকেই আশা করছেন পরবর্তীতে দিঘী অনেক ভালো কাজ করবেন। ১২ই মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। দর্শক সারিতে গিয়ে পরিবার সহ ছবিটি উপভোগ করতে সবাইকে অনুরোধ করেছেন দিঘী।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন