‘ছিপকালি’ চলচ্চিত্র দিয়ে বলিউড দুনিয়ায় পা রাখছেন বাঙালি পরিচালক কৌশিক কর এবং সঙ্গীত পরিচালক মিমো।
রহস্য-রোমাঞ্চ চলচ্চিত্র ‘ছিপকালি’-র কাহিনী আবর্তিত হয় পেশাগত জীবনে ব্যর্থ লেখক অলোককে কেন্দ্র করে। তাঁর স্ত্রী ও ছেলে হঠাৎ খুন হয়ে যায়। খুনের তদন্তের দায়িত্ব নেয় রুদ্রাক্ষ। তদন্তের স্বার্থে অলোক আর রুদ্রাক্ষের যোগাযোগ হওয়ার পর এমন সব ঘটনা ঘটতে থাকে, যাতে রুদ্রাক্ষের মনে সন্দেহ জাগে, অলোক নিজ পরিবারকে খুন করেনি তো?
‘লগান’, ‘রাউডি রাঠোর’ খ্যাত যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজ ও তন্বীষ্ঠা বিশ্বাস অভিনয় করছেন চলচ্চিত্রে। ‘ছিপকালি’-র সঙ্গীত পরিচালক ও প্রযোজক মিমো জানান, বলিউডের দুই অভিনেতাই তাঁদের সহযোগিতা করেছেন। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ‘ছিপকালি’।
কৌশিক কর ও মিমো এর আগে ‘যখের ধন’, ‘আলিনগরের গোলোকধাঁধা’ বাংলা চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন।