“আমাকে গোপনে বার্তা পাঠানো হয়”

কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তার আসন্ন নতুন সিনেমা ‘থালাইভির’ জন্য প্রচুর আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। তবে বরাবরই বলিউড ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে সমালোচনার শেষ নেই, নেতিবাচক না হয় তো ইতিবাচক !

তবে সম্প্রতি তিনি থালাইভির জন্য অনেক প্রশংসা পেয়েছেন। তার মতে বলিউডের প্রথম সারির তারকারা থেকে শুরু করে অনেকেই তাকে প্রশংসা জানিয়েছেন কিন্তু বেশির ভাগই সেটা আড়ালে বা গোপন বার্তায়। এরই মধ্যে অভিনেতা অক্ষয় কুমারের নামও উঠে এসেছে। অভিনেত্রী এমনটাই দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরলেন।

নেটাগররিকের টুইটের উত্তর দিতে গিয়ে অভিনেত্রী লিখেছেন, “বলিউড আমায় এতোটাই বিরোধিতা করে যে,আমার প্রশংসা করলেও মানুষ সেখানে বিপদে পড়ে যেতে পারেন। অভিনেতা অক্ষয় কুমারের মতো বিভিন্ন বড় তারকাদের কাছ থেকে ফোন এবং ম্যাসেজও পেয়েছি। তাঁরা ‘থালাইভির’ অনেক প্রশংসা করেছেন কিন্তু মুভি মাফিয়ার ভয়ে আলিয়া বা দীপিকার ছবির মতো জনসমক্ষে সবার সামনেই তারা আমার ছবির প্রশংসা করতে পারেন না।” তবে এই অভিনেত্রী বরাবরই আত্মবিশ্বাসী যেকোনো পরিস্থিতি তিনি যেনো একাই সবটা সামলিয়ে নিতে জানেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন