অ্যামাজন প্রাইমে আসছেন জাস্টিন বিবার

ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে আসছে পপ তারকা জাস্টিন বিবারের জীবননির্ভর ডকুমেন্টারি চলচ্চিত্র।

মাইকেল ডি রাটনার পরিচালিত ‘জাস্টিন বিবার: আওয়ার ওয়ার্ল্ড’ নামের এই চলচ্চিত্রটি আগামী ৮ অক্টোবর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। এতে কানাডান-আমেরিকান সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের জীবন এবং তিন বছর পরে কনসার্ট ফেরার গল্প দেখানো হবে। এছাড়াও থাকবে বিবারের নিজের ধারণ করা কিছু ভিডিও, আর বিবার ও স্ত্রী হেইলির বেশ কিছু মিষ্টি মুহূর্ত। ডকুমেন্টারিটি প্রযোজনা করছেছে ওবিবি পিকচার্স, বিবার টাইম ফিল্মস এবং স্কুটার ব্রাউন ফিল্মস।

২০১৫ সালে বিবারের সর্বশেষ অ্যালবাম ‘পারপাস’ মুক্তি পেয়েছিল। এরপর ছয় বছরে নতুন আর কোন অ্যালবাম বের করেননি তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন