অনুদান চাইছেন প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‘কেন আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে জানো ? এখনই কেন এত জরুরি ? আমি এখানে লন্ডনে বসে আমার পরিবার এবং বন্ধুদের থেকে শুনতে পাচ্ছি ভারতে হাসপাতালে বেডের অভাবের কথা, আইসিইউতে কোনো রুম ফাঁকা নেই। অ্যাম্বুলেন্স খুব ব্যস্ত, অক্সিজেনে ঘাটতি, শ্মশান গুলি গণ-শ্মশানে পরিণত হয়েছে। কারণ মৃত্যুর পরিমাণ এত বেড়ে গেছে। ভারত আমাদের দেশ, কিন্তু রক্তাক্ত পরিস্থিতিতে রয়েছে ভারত’।

অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের বিশ্ব সম্প্রদায় হিসেবে যত্ন নেওয়ার প্রয়োজন। আর এই মহামারিটি বন্ধ করতে সাহায্য করার জন্য আপনার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন। দান করুন।’

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আপনি যা কিছু করতে পারেন, সেটাই পার্থক্য গড়বে। ৬৩ মিলিয়ন মানুষ আমাকে ফলো করে। আপনারা ১০ ডলার থেকে ১ লক্ষ টাকার মধ্যে অনুদান করলে, সেটাই ১ মিলিয়নের কাছাকাছি গিয়ে পৌঁছাবে, যেটা বিশাল। আমাদের অনুদান সরাসরি স্বাস্থ্যসেবার অবকাঠামোতে গিয়ে পৌঁছবে। চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন সমর্থন এবং মোবিবিলাইজেশন এ ব্যবহৃত হবে।’

এছাড়াও প্রিয়াঙ্কা জানান, ইতিমধ্যে তিনি ও নিকস অনুদান করেছেন এবং এই অনুদান প্রক্রিয়া চালু থাকবে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন