ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকায় বিশ্বজুড়ে অস্থিরতার সৃষ্টি হয়েছে। রাশিয়ার নীতিনির্ধারকদের এমন নেতিবাচক মনোভাবের নিন্দা জানিয়েছে কান চলচ্চিত্র উৎসব। যুদ্ধের প্রতিবাদে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইউক্রেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে আয়োজকেরা।
কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এবারের উৎসবে আমরা রুশ প্রতিনিধিদের স্বাগতম জানাবো না এবং রুশ সরকারের সঙ্গো সম্পৃক্ত কাউকে কানে উপস্থিত হওয়ার সুযোগ দেয়া হবে না।’
ইউক্রেনীয় শিল্পী ও চলচ্চিত্রকর্মী এবং তাদের পরিবারেরর সদস্যদের জন্য উদ্বেগও প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। তাদের দাবি, ১৯৩৯ সালে চালু হওয়া উৎসবটি শুরু থেকে ফ্যাসিবাদী এবং নাৎসি একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছে। তাদের কথায়, ‘কান সবসময় সেসব শিল্পী ও পেশাদার চলচ্চিত্রকর্মীদের পক্ষ নেবে যারা শান্তি ও স্বাধীনতা রক্ষায় সহিংসতা, নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন।’
ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে । আগামী ১৭ মে এই আয়োজনের পর্দা উঠবে। দক্ষিণ ফ্রান্সের কান সৈকতে ১২ দিনের উৎসবটি চলবে ২৮ মে পর্যন্ত।