সপ্তাহ দুয়েক আগেই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ইতিমধ্যেই বিশ্বজুড়ে একশ কোটি রুপির বেশি আয় করেছে এই সিনেমা। তার অভিনয়ও নজর কেড়েছেন সবার। বলিউড জয় করে এবার হলিউডের পথে পা বাড়াতে চলেছেন আলিয়া।
‘হার্ট অব স্টোন’ নামে নেটফ্লিক্স-এর সিনেমায় কাজ করতে চলেছেন আলিয়া। এই খবর সামনে আসতেই আলিয়া-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন নেট মাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস সূত্রে জানা যায়, ‘হার্ট অফ স্টোন’ পরিচালন করবেন টম পার্পার। এই সিনেমায় আলিয়া ভাটের সাথে স্ক্রিন শেয়ার করবেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’ তারকা জেমি ডোর্নান।
উল্লেখ্য, হলিউডের এই সিনেমা ছাড়াও বর্তমানে আলিয়ার হাতে রয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ও ‘ডার্লিং’ এবং ফারহান আখতারের ‘জি লে জারা’র মতো সিনেমা।